প্রেম সাগরে মধুসূদন জানা

মুক্ত গগনের নিচে ঘুরছে কবি
বৌদিকে সঙ্গে নিয়ে,
প্রকৃতির রূপ দেখছে কবি
মটর সাইকেল দিয়ে।

পশ্চিমবঙ্গে বাড়ি কবির
নাম মধুসূদন জানা,
দুচোখ দিয়ে দেখেন জগৎ
নেই তো আপনার মানা।

বৌদি নিস্তব্ধ হয়ে আছে
আপনার পিছে বসে,
সারাজীবন ধরে রাখবেন
আপনার প্রেমে কষে।

শিক্ষক হয়ে জ্ঞান বিতরণ
করে কবি সারাক্ষণ,
বাড়ি আসলে স্কুলের ক্লাসে
থাকে কবির মন।

কবির বাড়ি মেদিনীপুরে
কলকাতা থেকে দূর,
টিউশন পড়াতে যায় কবি
প্রতি রুজ ভোর।

বন্ধুদের ভালোবেসে কবি
খবর নেয় ফোনে,
মন খুলে বলে কথা
বসে ঘরের কোনে।

ভালোবাসার নেই তো কমতি
আপনার বন্ধুদের মঝে,
সবাই তবে লেগে আছে
সাহিত্য কর্ম কাজে।

ভালোবাসা দিলেন কবি
আমায় বুক ভরে,
আপনার সফলতা কামনা
করছি প্রভুকে দোয়া করে।

পশ্চিমবঙ্গে বাড়ি কবির
মেদিনীপুর জেলা,
হাসিতে খুশিতে কেঁটেছে কবির
আজকের সারা বেলা।