হইতাম যদি কোকিল পাখি,
থাকতো দুটি রম্য আঁখি।
বসন্তেরো ঘুমন্ত কালে,
ডাকতাম বসে ডালে ডালে।

ডাকতাম ডালে কহু কুুহু
শুনতো সে যে ঘুহু ঘুহু।
থাকতে দিতাম না ঘরে তারে,
ভালোবাসি আমি যারে।

নিয়ে আসতাম তোপান ঝরে,
দেখবো তাঁরে নয়ন ভরে।
দেখতাম তারে আরে আরে,
প্রতিদিন বারে বারে।

মধুময় কুহু সুরে সুরে,
ডাকিতাম তাঁরে ভুরে ভুরে

আসতাম ডালিম গাছের তলে,
তাকে একটু দেখার ছলে।
আসছি আমি ভবের মাঝে,
তাকে খুঁজতে সন্ধা সাজে।