আমি বিস্তৃত অনুপায়,
আমার বলয় কেহ নাই।
নেইতো আমার কড়ি,
কমনে প্রাণচঁচল্য গড়ি?

আমার বোধে দগ্ধা,
আমি কৃত্য হব অপব্যযিতা।
আমার মনোমধ্যে চলিতেছে
তুলপার, আমি সব করে দেবো
ছারখার।  আমি বশীভূত,
আমার কী ক্রোধ?

আমি নিগূঢ় রজনীতে কাঁদি,
আমার সদয় ছিল আদি।
আমার বিদিত এতৎ গতিক?
আমার নিয়তির কী রন্ধ্র?

জীবন দুর্দশাই পরে আমার
বুক ভেসে যায় অশ্রু জলে,
নিশি রাতেও কবিতা লিখি আমি
আমার নিদ্রা হয়নি বলে।

আমি কিভাবে এই দুযোগের
আগুনে বাচি?
আমি দুযোগের আগুনে
পরেও হাসি,
আমার নিদ্রা নেই,
আমি নিগূঢ় রজনীতে
করি আনছান,
আমি কী নিয়ে-নেব
আমার প্রাণ?

একেবারে এক্ষুনি আমি
বিস্তৃত অনুপায়,
অনধীন চাষাড়ে শুল্ক উপায়।