শিকারের নেশায় মেতেছি আজ
করবো শিকার পাখি,
তাইতো আজ বিলের মাঝে
গুনগুনিয়ে ডাকি।

পাখি আজ ধরবো বলে
পেতে রেখেছি ফাদ,
বসে আছি পাখির আশায়
খাবো বলে দুমুঠো ভাত।

সকাল থেকে বসে আছি
কখন পাবো পাখির দেখা,
পাখি কি আজ বাঁঝবে
ফাঁদে পিঞ্জিরাটা বেকা?

ছেলে পেলের আহার
জুটবে ধরতে পেলে বক,
অযথাই আমার পাখি ধরার
নেইতো কোনো সক।

বেলাতো আজ ডুবেই যাচ্ছে
পাখির আশায় বসা,
পাখির দেখা পাইনিতো আজ
এ কেমন হলো দশা?

শুন্য হাতে পাখি ছাড়া
ফিরছি আপন বাড়ি,
প্রিয় গিন্নি আমার সাথে
তাই দিয়েছে আড়ি।