কেমন আছেন ভাইয়া


পথ চলিতে দেখিয়াছি আমি
এক রুপসী হেঁটে যাচ্ছে,
তাহার চরণে কনক ঘুঙুর
ঝুমুর ঝুমুর শব্দ বাজচ্ছে।

মাঝে মাঝে সে পিছু তাকায়
হাটার বেগ তাহার কম,
তাহার সমান্তরার হতেই আমি
ছাড়িয়াছি অস্নিগ্ধ দম।

আমার দিকে তাকিয়ে বলিয়াছে
সে "কেমন আছেন ভাইয়া"?
আমি বলিয়াছি ভালো নেই
তাহার দিকে তাকাইয়া।

সে বলিয়াছে "ভাইয়া কী
হইয়াছে আপনার"?
আমি বলিয়াছি আমি তো
থাকি অনাহার।

বলিয়াছে সে " আপনার কী
আহার লাগে না ভালো"?
আমি বললাম হু, আমার জীবনে
নেমেছে গগনের মেঘ কালো।

আমি বলিয়াছি চিনতে
পারলাম না আপনাকে?
সে বলিয়াছে "আমি আপনার ভক্ত "।
আমি বলিয়াছি আপনার
পরিচয় কী? আজব তো।

সে বলিয়াছে তার নাম
(" """ "" "'" """" ""  """" ")
আমি বলিয়াছি খুবি
সুন্দর আপনার নাম।

সে বলিয়াছে "ধন্যবাদ ভাইয়া"
আমি বলিয়াছি আমাকে কিভাবে
চিনেন? তাহার দিকে তাকাইয়া।
সে বলিয়াছে "আমি আপনার
কবিতা পড়ি ভালো লাগে"
আমি বলিয়াছি আপনার মন্তব্যে
আমার লিখার অনুপ্রেরণা জাগে।

সে বলিয়াছে আমাকে নিয়ে
একটি কবিতা লিখবেন?
হ্যা লিখবো। আপনার সম্পর্কে
আমার নেই কিছু জানা,
আপনার সাথে যাহা কথোপকথন
তাহাই লিখবো যদি না করেন মানা।

হেঁসে হেঁসে বললো " আচ্ছা
তাই লেইখেন,
আমি বললাম আপনি একটু
পড়ে দেইখেন।

সে বললো " আপনি কোথায়
গিয়েছিলেন?
আমি বললাম আপুর বাড়ি,
আপনাদের এই দিকে চলে না গাড়ি।
তাই তো হেটেই চলতেছি,
আপনার সাথে কথা বলতেছি।