ও মাঝি ভাই ও মাঝি ভাই
ডিঙি নিয়ে আও,
আমায় একটু সুতিয়া নদী
পার করিয়া দাও।

বাড়ি থেকে রওনা হইছি
যাব বোনের বাড়ি,
সেই পথে চলে না ভাই
কোন বাহন গাড়ি।

আমার বোনের বাড়ি মাঝি
নেইকো বেশি দূর,
কাঁঠালীডিংগা পার হলেই
দেখা যাই কুর্শ্বাপুর।

ভাগিনা ভাগ্নি অপেক্ষা করে
আসবে কখন মামা,
আমায় এসে দেখবে মামা
পড়ছি নতুন জামা।

ভাগিনা ভাগ্নি মামা পাগল
সবার ক্ষেত্রেই হয়,
তাদের চোখে ঝরলে জল
বুকটা কেঁদে রয়।

ও মাঝি ভাই আমায় তুমি
পার করিলে নদী,
ফেরার পথে তোমায় পাবো
থাকো তুমি যদি।