তোমায় যেদিন দেখেছি ঐ
মিষ্টি মায়া-মুখ,
মনোহর মুগ্ধতায়  ভরে গেছিল
আমার সারা বুক।
প্রিয় তোমায় যেদিন দেখেছি
সুতিয়া নদীর তীরে,
এ হৃদয় আছে যত ভালোবাসা
দিয়েছি তোমার তরে।

তোমার সাথে সেই দিন
হয়েছিল কিছু স্মৃতি,
সেই স্মৃতি নিয়ে আজও
আমি প্রেমের মালা গিতি।

তুমি আমাকে ভালোবেসে
কেটে দিয়েছিলে আম,
সেই আমকে নিয়ে চিঠি লিখে
দিতে চেয়েছি খাম।

তোমায় আমি ভালোবাসি
বলতে পারিনি মুখ ফুটে,
সেই কথাটি মনে হলে
আজও বুকে ঝড় ওঠে।

বিরহের আগুনে পুড়িতাম আমি
জেগে থাকিতাম রজনী,
তবুও আমি বলতে পারিনি মুখে
তোমায় ভালোবাসি সজনী।

বিরহের আগুনে পুড়ি আমি
দাউ দাউ করে জ্বলি,
এ কথাটি কেমন করে
তোমায় আমি বলি?
তোমায় নিয়ে প্রতিক্ষনে
স্বপ্ন দেখিতাম কত,
দিব তোমায় ভালোবাসা
এ হৃদয় আছে যত।

কত স্বপ্ন ছিল বুকে
মনে ছিল আশা,
তোমায় নিয়ে বাদতাম আমি
ছোট্ট সুখের বাসা।
বন্ধুর সাথে বলতাম আমি
শুধু তোমার কথায়,
তোমায় নিয়ে অমর হব
চিরু স্মৃতির পাতায়।