প্রিয়তমা একবার তুমি
দেখা দাও মোরে,
তোমায় দেখিতে আসবো
আমি রোজ ভোরে,
পাখি হয়ে উড়াল দিব
নবনীর জোরে।
যেদিন তোমায় দেখেছিলাম ঘাটে,
সেই মুগ্ধতায় আজও বুক ফাটে।
তোমার নয়ন দুটো কি যে টানা,
আমার কখনো ছিল না যে জানা।
তোমার কুহকী হরিণের চোখ,
দেখে ভরে গেছিলো আমার সিন্দুক।
তোমার মিষ্টি মুখের হাসি,
আমি খুবি ভালোবাসি।
বহুদিন ধরে দেখিনি তোমায় রাধে,
তোমায় দেখার জন্য আজও
মোর মন কাঁদে।
তুমি যদি কোনদিন হতে আমার
মন রাজ্যের রানী,
তোমায় নিয়ে বাধতাম
সুখের বাসা স্বজনি।
পৃথিবীর সমস্ত সুখ এনে দিব
তোমার চরণের নিচে,
আমার এ কথাটি কোনদিন
হতো না যে মিছে।
তুমি যদি কোনদিন আসতে
আমার ঘরে,
আমার অন্ধকার ঘরটি যেত
আলোয় আলোয় ভরে।
তোমায় প্রথম দেখেছিলাম
দুপুর বেলা,
বন্ধদের সাথে তখন
করেছিলাম খেলা।
তোমাকে দেখার জন্য নয়নের
জলে বুক গেছে বেশে,
তোমার দেখা না পেয়ে কষ্ট
পেয়েছি অবশেষে।