প্রজাপতি গায়ে বসে গগন
পথে আসে উড়ে,
ধরতে চাইলে প্রজাপতিরা
যাই যে বহু দূরে।
পাখ মেলিয়ে ঢেউ খেলিয়ে
বনের ঘুরে বেড়ায়,
কাছে গেলে ছুঁইতে চাইলে
মানুষ দেখে এড়ায়।
সাদা কালো কত রঙে
প্রজাপতির গা আকা,
মনোরম লাগে চেয়ে থাকতে
দেখতে যাকা নাকা!
হইতাম যদি বনো মালি
রাখতাম প্রজাপতি পুষে,
মধু পান করাইতাম তাঁদের
আনন্দে হাসি মনে খুশে।
বসবাস করে প্রজাপতিরা
ফুলের বাগানের মাঝে,
সাদা কালো রংমাখে যে
তাদের শরীর সাজে।