তোমার প্রেমে অন্ধ রবো
আমি কুহেলী হয়ে স্পর্শ
করবো তোমার গায়ে,
বহুপথ পাড়ি দিয়ে
তোমার কাছেতে যায়ে।
আমার কুহেলীতে তুমি
হয়ে যাবে শীতল,
শীত কালে পান করাবো
তোমায় উষ্ণতার জল।
এই রূপসী বাংলায় তুমি
এলে মোর জন্য,
আমার কাছে তুমি চকচকে
হীরার এক পণ্য!
এসো যদি তুমি চুপি চুপি
আমার হৃদয় নীড়ে,
তোমায় আপন করিয়া নেবো
শত মানবের ভিড়ে।
তোমার স্নিগ্ধ ভালোবাসা
পাওয়ার প্রতীক্ষায়,
আমি আজও নিতান্ত রয়ে
আছি এই দুনিয়ায়।
রাতের শেষ প্রহরে তুমি
প্রদীপ জ্বালিয়ে থেকো,
তোমার মধুময় কণ্ঠে মোরে
প্রিয় বলে ডেকো।
তোমার প্রেমের টানে আমি
আসবো পাগল হয়ে,
হাতে মশাল জ্বেলে আসবো
ডিঙি নৌকা বয়ে!
আমার বুকে শ্বাস ছাড়িয়ো
আমায় আলিঙ্গন করে,
চির জনমের জন্য আসিবে
আমার বাহু ধরে।
তোমায় নিয়ে স্মৃতির পাতায়
চির অমর হবো!
তোমার প্রেমে সারা জনম
আমি অন্ধ রবো।