গলদে অগলদে বাছাদেরকে
পর জননী ন্যস্ত করে গালি,
কুঁড়ির স্বরুপ আদত বাছাদের
পর জননীর নেত্রর বালি।
খোকাখুকির সহগমনে অবিরত
ফালি ফালি দুর দুর করে,
কনকের স্বরুপ খোকাখুকিরা
নিথরতার হীনতা মরে।
অশন গেলে রেশারেশি
নেত্রে সয়না তাহার,
নেত্রের সলিলে সিন্দুক উড়ূপ
জুটেনি খোকাখুকির আহার।
জননী থাকবে অবনমিত ভদ্র
আদত হবে মধুময়,
জননীর এমন কর্কস আদতে
খোকার চেতনায় নাহি সয়।
এতৎ হালচালে খোকাখুকির
গর্ভধারিনী জননীকে পরছে মনে,
চেত টান খোকাখুকির চলে যায়
গর্ভধারিনী জননীর সনে।