অন্তরে অতৃপ্তি রয়ে যাবে চিরকাল ,
জীবনের থেকে ধার নিয়ে বেঁচে যাবো
যতদিন। ততদিন রয়ে যাবে মোর
               অন্তরে অতৃপ্তি ঢেউ ;
তবু যদি খোঁজে পাই জীবনের গান
কণ্ঠে গেয়ে যাবো আমি তোমাদের দান ।