যদি একবার খুঁজে পাই মুছে যাওয়া ভালোবাসা
যদি একবার ফিরে পাই আগন্তুক শৈশব
বেদনার রং দিয়ে লিখবো না আর জীবনের পাণ্ডুলিপি
হৃদয়ের ক্ষরণ দিয়ে আঁকবো না আর তোমার প্রতিমূর্তি।
একদিন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কথা ছিল এমনি করে
আমাদের হিসেব হবে সমানে সমান।
রুদ্রের মতো তেজদ্বীপ্ত স্বপ্ন চোখেমুখে
আমাদের সংসার হবে মমতার ছাউনি দিয়ে
অত্যাচার অনাচার বিদায় হবে এ মাটির বুক থেকে।
আজ এতো বছর পর অধিকারের প্রশ্নে
যখনি আমি এ কথা বলতে চাই,
আমার কণ্ঠ বাঁধা পরে আইনের বেড়াজালে।
যখনি আমি মুক্ত মনে লিখতে চাই,
দোয়াতের কালি রঙিন হয়ে আসে
মুণ্ডহীন দেহের প্রবাহমান রক্ত স্রোতে।
হাজারও বীভৎস লাশ কাঁধে নিয়ে
যখনি আমি আওয়াজ তুলি রাজপথে
খাকি পোশাকে ধেয়ে আসে উদ্ধত রাইফেল
লেফট-রাইট লেফট-রাইট তালে তেড়ে আসে উদ্ধত বেয়নেট
যেন আমি থমকে দাঁড়াই মাঝ পথে
মেরুদণ্ডহীন নিশ্চুপ পরে রই ঘরের কোনে।
আমি হার না মানা এক সত্য সন্ধানী
তাই তো শৃঙ্খলিত সীমানা লঙ্ঘন ক'রে
অধিকারে'র প্রশ্নে লিখে যাই উচ্চ বাক্যে
সদ্য ফুটা হে দুরন্ত কিশোরী, বুকের কোমল ভাজে
মাটির জন্য রেখো মমতা
ভালোবাসার জন্যে জ্বেলো লাল আগুন।
এই যে পতিত জমিনে মিশে আছে জীবনের ঘ্রাণ
দৃঢ় সংকল্পে তুমি তাকে আপন করো,
ইতিহাস সাক্ষী আছে এ জমিন তোমার।