এ কেমন ভ্রান্তি আমার দু-চোখের পাতায়
রোজ রাতে আমায় শুধু ব্যথিত করে যায়।
বাঁধ ভাঙা উচ্ছাসে ছিলে যে স্বপ্নের ঢেউ
আজ তারা পরাজিত, আবদ্ধ কুঁড়ে ঘরে।
এ কেমন ভ্রান্তি আমার দু-চোখের পাতায়
স্বপ্ন ছিল একটি পতাকা পেলে
অবসান হবে শত বছরের দাসত্বের
দূর করে সব অন্ধ বিবেক জাগবে তরুণ প্রাণ
শৃঙ্খ ভেঙে ফুটবে হাসি, গাইবে নতুন গান।
এ কেমন ভ্রান্তি আমার দু-চোখের পাতায়
নতুন করে দেখতে গিয়ে বিস্মিত হয়ে যাই।
স্তম্ভিত হই সমাজের তরে মানুষের নানা রুপে
যতো দূর চোখ যায় তার চেয়ে-ও বেশি
অন্ধ এ সমাজে আজ যেদিকে তাকাই
রন্দ্রে রন্দ্রে শুধু চাটুকারের অস্তিত্ব পাই।
এ কেমন ভ্রান্তি আমায় চমকিয়ে যায় !