দেশটা নাকি হবে বিদেশ উন্নয়নের মন্ত্র
দিনে দিনে চুপসে গেল সাধের গণতন্ত্র।
সহজ হিসেব বুঝি নে ভাই অঙ্কে ভীষণ কাঁচা
তাই তো দেখি অঙ্ক শেষে পায়ের নীচে ফাঁকা।
একটা সময় ভিড়তো শকুন বন্ধু হবার ছলে
এখন দেখি হাজার শকুন স্ব-জাতিরই দলে।
ব্যাংকগুলো সব লুট করে হায়
উড়ছে শকুন টাকার পাখায়।
যুবক কাঁদে পথে ঘাটে কর্মহীন জীবন প্রাতে
পুঁজিবাদের নগ্ন থাবায় ইস্তেহার আজ বিলুপ্ত প্রায়।
রাজার ছলে রাজ্য চলে মন্ত্রী করে সং
বিনোদনে প্রজা ভুলে নীতির কালো রং।
খড় খাবে ঘাস খাবে খাবে ঝিলের পানা
কুচুরিতে রান্না হবে সাধের বিরিয়ানি খানা।
চলো সবাই ঘুমাই মিলে কচুরিপানা গিলে
বাজলে বাজুক দেশের বারো রাজনীতি আর তেলে।