হৃদয়ের আকাশ জুড়ে মেঘ
তার আড়ালে লুকিয়েছে চন্দ্রিমা,
দক্ষিণের জানালা রুদ্ধ বহুদিন ধরে
সেই থেকে অন্ধকারে হারিয়েছে পূর্ণিমা।
-
দক্ষিণা পবনে মর্মর ধ্বনি উঠে
ঝরা পাতা অরণ্যে,
নিস্তব্ধ নিশীথিনীরও নিদ্রা টুটে
শকুনি শাবকের মুহুর্মুহু ক্রন্দনে।
-
নক্ষত্রেরা জাগে ঐ গাঢ় নীল অম্বরে
তটিনী বহে যায় উত্তাল  লহরী তুলে
বিনিদ্র প্রযুক্তা অপেক্ষার শেষ প্রহরে
ঝরে পরে  প্রকৃতির কোলে।
-
এভাবে  ধরিত্রীর বুকে, অদৃশ্য রথে
কত দিন আসে, কত দিন যায়!
ব্যথিত হৃদয় পথ হারায় পথে
কোন অশনি শঙ্কায়।
-
অতীত, বর্তমান,ভবিষ্যৎ
বিলীন হয় মহাকালের  গর্বে,
তবুও প্রেমময় হৃদয়ে
প্রত্যাশার দীপশিখা জ্বলে বীরদর্পে।