না,ভালোবাসা নেই,
মৃত প্রায়!
কেউ বোঝে না, নূপুরেরও প্রাণ থাকে।
তোরঙ্গে তুলে রাখা নূপুরগুলো
দিন দিন বিবর্ণ হয়
কেউ সযত্নে পড়িয়ে দেয় না,
তাই ঝংকার তুলে না সে পদ যুগলে,
পরিচিত নদীর ঘাটে,শিমুল-জারুলের বনে
কিংবা কোন প্রেমীর হৃদয়ে।
শব্দগুলো হারিয়ে যাচ্ছে নিঃশব্দের দাবানলে
বৃষ্টি ধুয়ে দেয় বিদগ্ধ হওয়ার চিহ্ন
স্বপ্নরা বিলুপ্ত হয় প্রহর গুনে গুনে....
একটু একটু করে আবেগটা মুছে যাচ্ছে
ব্যস্ত নগর জীবনে হচ্ছে অভ্যস্ত
পরিবর্তিত হচ্ছে রুপের
এখন নূপুর শিঞ্জিত হয় না আর
অনুভূতি প্রকাশে ভীত আর নির্লিপ্ত প্রেমে
চাওয়া - পাওয়া সব এখন সীমাবদ্ধ।
সে কি ঘুমিয়ে যাবে? না, কি!
বেজে উঠবে কোন তন্বী নারী পদ যুগলে
কোন প্রেমীর ঘুম ভাঙ্গানোর স্বপ্ন হয়ে....