নিয়তির কারাগার
বদ্ধ সবকটি দ্বার,
লিখে চলে লিপিকার
বিরহী ডাহুকের হাহাকার।
-
নির্বাক নিশীথি,নিশ্চুপ প্রকৃতি,
ঘুমিয়ে নগরী, ক্লান্ত প্রহরী!
শশ্মানের শেষ কাঠ পুড়ে অঙ্গার
মাঝে মাঝে শকুনি শাবকের চিৎকার
এ যেন জন্ম – মৃত্যুর অভিসার ।
-
কুহলিকা চারিধারে
অশ্রু হয়ে বারি ঝরে
নিয়তির কঠোর পরিহাস
ক্ষুদ্র ক্ষুদ্র বিরহ বিলাস
রুদ্ধ সব অভিলাষ
নিঃসঙ্গ এই কারাবাস।