যে বাঁধনে প্রেম নেই
মিছে কেন হয় মায়া,
মুক্তির পথে বন্দী যখন
নিজের প্রকৃত ছায়া।
যে বাঁধন বেঁধেছে সমাজ
শাস্ত্র মন্ত্র দিয়ে,
সে বাঁধন প্রেমহীন ফাঁকি
এ কেমন বিয়ে?
যে বাঁধনে প্রিয়াতে না মজে মন
কারো লাগি বাজে না কঙ্কণ,
শুধু শৃঙ্খল বেজে যায় খন- খনাখণ
সে বাঁধন দিতে চায় বিসর্জন ।
যে সমাজ বেঁধেছে দুজনে রে
নাম,জাতি, কুল দিয়ে!
সে সমাজ বুঝিবে কি করে
ভালবাসা বলে কারে?
দোঁহে মিলনে গর্জে উঠি
ভালবাসা গিয়েছে টুটি,
নিশিদিন শান্তি নিয়েছে ছুটি
এ বাঁধন ভেঁঙ্গেছে মাপকাঠি।
দোহাই তোমার প্রিয়ে
দাও না মুক্তি দিয়ে,
মিছে কেন কর ভয়
সমাজ পাছে কি কয়?
আমি সহিতে না পারি তোরে
কহিতে না পারি সজোরে,
নাম ফিরিয়ে দেয় মোরে
স্বাধিকার চাই আগামী দিনের ভোরে।
জয় -পরাজয়ে ঘর হয়
তাতে ভালবাসা নাহি রয়,
যদি মুক্তিতে প্রেম হয়
সে কি বন্ধনের চেয়ে শ্রেয় নয়।