(গ্যালাতিয়া গ্রিক মিথলজির অমর প্রেমিক প্রিগম্যালিয়নের তৈরি নারী মূর্তি পরে মানূষে রূপান্তর অনন্য সুন্দরী)

নাইবা তুমি র'লে-
যখন আমার বর্ষা বেলায়
সব ডুবে যায় অবহেলায়
সব কিছু হয় ম্লান-
আমার তেমন আধার দিনে দুখের ডেরায়
নাই শোনালে গান
না হয় গেলেই চলে।

সত্যি তবু জেনো
আমার কণ্ঠনালী সম দূরত্বে-
তুমিই ছিলে আজও আছ
এই সত্য মেনো।

না হয় চলে গেলেই ছেড়ে
না হয় আমিই গেলাম হেরে
বল কোন সে অচিনপুর
আমার অন্তর্চক্ষুর সীমার বাইরে
কোথায় সে সুদূর

নাই তোমার লুকাবার জায়গা নাই
আমার মননে শয়নে-স্বপনে
তুমি রহ, রচো সর্বদাই।

নাই হলে আমার আপনার
আত্মার আধেক সহজিয়া-
ভেঙে দিলে যতো পণ
থামিয়ে দিলে মন ময়দানে
সঙ্গোপনে-
ক্রমশ জমে ওঠা রণ।
না হয় বন্ধ করে দিলেই তোমার মনের দ্বার।

সত্যি জেনো সর্বদাই-
এই হৃদয়ের অন্তরীপে
আমার জল-স্খল-অন্তরীক্ষজুড়ে
তোমার আবাস তোমার রোশনাই।

নাই'ক ফিরে এলে-
বুকের তলে চিনচিনে ব্যথা
একলা বিহন ব্যাকুলতা
সকল কাজে রাত্রি-সাঝে
নাইবা আর জাগালে।

হায় গ্যালাতিয়া
বল কোন সে বাহুবলী-
আমারে রুধিতে পারে
চিরতরে-
তোমার পূজায় তোমার বেদীতে নিজেরে দিতে জলাঞ্জলি।

- ০৬-০৭ আগস্ট ২০১৬
মিরপুর।