১০৮টা নীল পদ্ম আনলে খুঁজে পরে,
জোসনার সাথে চন্দন রাঙা বধুয়া, তোমারে গড়ে-
আর কত হাজার বছর হাঁটলে পথে
মানবে বনলতা তুমি শেষে
অহর্নিশ কাটে আমার, তোমায় ভালবেসে।
আর কতযুগ বাইলে বড়শি, মেনে নেবে তুমি
প্রাচীর পেরিয়ে রাধা তোমার, কাছাকাছি এসেছি আমি।
আর কতটা কাছে এলে, হাতটি ধরে হাতে
ছায়ার মতোন সঙ্গী হয়ে থাকলে সাথে-
বুঝবে চন্দ্রমুখী,
তুমি ছাড়া নিত্য আমি চিরদুঃখী।
আর কত ত্যাগ, আর কত দান, প্রবঞ্চনা
দেখে তুমি আমায় বুঝবে নীলাঞ্জনা
অযুত-নিযুত ভালাবাসাবাসির পরে কত জমা হলে ভুল
আমার বাগানে ফুটবে তুমি, ওগো নার্গিস ফুল।
তোমার পথে অনন্তকাল হেঁটে হেঁটে ওগো নাহি হয় ফেরা
আর কত রাত ডাকলে বলো, হয়ে পাগলপারা-
মানবে তুমি তোমার আছি, তুমি আছ হৃদয়জোড়া।
-ঢাকা, ২৬ ডিসেম্বর ২০১৪ইং