মানসী আমার-
পহেলা বৈশাখের তুঘলকি কাণ্ডে
তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা খুঁজে পাইনা।
না আনন্দে নয়, উচ্ছাসে নয়
ভয় আর ক্রোধে।
দেশ আজ নিষ্পেষণের যাতাকলে পিষ্ট
বাকশালের জালে আবদ্ধ বিবেক
আমজনতা এখন সবচেয়ে বেশি আত্মপ্রবণ,
তরুণ প্রাণ সবচেয়ে বেশি স্বার্থান্ধ,
রাজনীতিবিদরা সবচেয়ে বেশি বেঈমান।
আর সুশীল-বুদ্ধিজীবীরা আওয়ামী তোষণে ব্যস্ত
মুক্তিযুদ্ধের চেতনা এখন ফুলে-ফেঁপে ওঠার পাথেয়।
ইউরোপ আর আমেরিকার লোলুপতায়
চীন-ভারতের বাড়াবাড়িতে সরকার বাহাদুর কুন্ঠিত নয়,
সীমান্তে ফেলানীরা মরেই চলেছে।
তবু বাড়ছে দানের বহর
উত্তরে তিস্তার বুকে গড়ে উঠছে সাহারা।
তবু পিরীতের গাটছাড়া ভারী হচ্ছে প্রতিনিয়িত
আওয়ামী লীগ-ভারতের।
সরকারি হাসপাতালে ওষুধ নেই
চিকিৎসা না পেয়ে মরছে নিত্য শতপ্রাণ
তবু কোটি টাকা ব্যয়ে চলছে বাঙালিপনার আয়োজন।
বাড়ছে ব্যাভিচার, খুন ধর্ষণ হত্যা আর
রাজনৈতিক দুর্র্বৃত্তায়ন
আর রামরাজ্যের বিস্তৃতি।
আওয়ামী অবৈধ অপশাসনে,
এতো রেকর্ডে এখন আমরা তুষ্ট নই
আমরা ব্যস্ত দলে দলে নাম লেখানোর কাজে।
রাজধানীর ফুটপাতে রাত কাটায় লাখো বিপন্ন মানুষ
তাদের পাহারাতেই হয়ত সড়কে
রাতভর জ্বলে কোটি টাকা খরচায় রঙ-বেরঙা বাতি।
খুন,গুম-হত্যা নিত্যকার বিষয় হলেও,
সরকারের প্রসন্নতার কোন কমতি নেই
বাপ-দাদার জমিদারিতে সবই সরকার বাহাদুরের সাফল্য।
যে শহরে এক টাকা ভিক্ষা করে লাখো অনাথশিশু
সেই শহরের রাজপথের সৌন্দর্য্যের ব্যয় কোটি টাকা!
যেখানে খেয়ে না খেয়ে দিন কাটে লাখো অনাথের
সেখানে পান্তা-ইলিশের একদিনের লজ্জাহীন বাঙালিপনা!!
প্রিয় এই শহরে এখন
সত্যিকার অর্থেই কমে গেছে
কাক আর কবিদের সংখ্যা!!
জনগণ বাড়লেও বাড়ছে না মানুষ
দলকানা আর তোষামোদে ভিড়ছে সুশীল-কুশীলবরা।
এই জাহেলিয়ায় কোন উপমায়
তোমাকে বর্ষবরণের শুভেচ্ছা জানাব?
১৪.০৪.২০১৪ ঢাকা।