আমার নামের চিঠি গুলো,
ধূলো মাখে সারাদিন।
তাদের কাছে আমার বুঝি,
হাজার ব্যাথার ঋণ।
নতুন যারা আসছে আবার,
একই রেখা ধরে।
ওরাও জানি সামিল হবে,
পুরাতনের ভিড়ে।
এক এক করে গুনলে বুঝি,
রাতের পরে রাত কেটে যায়।
দিনের আলো তাই আসেনা,আটকে পড়ে
পাহাড় সমান চিঠির বাঁধায়।
ভাবি,এমন কেনো হয়?
পড়ার সময় হয়না বলেই,
তাই কি পড়ে রয়!
একদিন তাই সবকিছু ফেলে,
খুলবো চিঠির খাম।
ফেলবো ছিঁড়ে সবগুলো,যদি
না পাই তোমার নাম।
এসব কথা যায়না বলা,
রয় না আবার মনে।
চিঠির গল্পঃ তাই গো লিখি,
ভীষণ গোপনে।
চিঠির মতোই ধুলোপড়া,
আমার জীবনকাল।
শুধু নতুন আশায় পথ চেয়ে আমি,
লক্ষ আগামীকাল।