টিয়াপাখির দল চলেছে,
গান ধরেছে তারা।
কিচির-মিচির বোল যে তাদের,
উড়ছে পালে যারা।
আজকের সব শিকারিরা,
মারছে যতো পাখি।
টানা টানা চোখ যে তাদের,
মন ভরিয়ে রাখি।
উড়ছে যে সব পালে পালে,
ডানাকাটা সব পরি,
গগন পানে তাকিয়ে দেখো,
চিল অথবা ঘুড়ি।
ছোট্ট টুকাই তাকিয়ে বলে,
তোমরা যাচ্ছ কোথায় চলে?
টিয়াপাখিরা তাকে বলে,'যাচ্ছি কি আর সাধে?'
সুন্দরবনে যেতে হবে,
আমাদেরই মনোবলে।
পালিয়ে যখন যাচ্ছ তুমি,
যাওনা দূরে চলে।
আবার কবে দেখা হবে?
যাওনা একটু বলে।
টিয়াপাখিরা তাকে বলে,
আসব আবার ফিরে।
যেদিন থেকে শিকারিরা সব,
মারবেনা তির ছুড়ে।
টিয়াপাখিরা তাকে বলে,
আসব আবার ফিরে।
সত্যি কথা বলছি তোমায়,
মোরা গাইব মিষ্টি সুরে।