শান্তির লড়াইয়ের ময়দানে,
পথ হাঁটে অক্লান্ত নাগরিক।
স্লোগানে স্লোগান তোলে পথ ঘাট,
এবার তো চাকরিটা দিয়ে দিক।

ঘাম ঝরা কপালের দোষটা কি?
সবাই তো ভুল করে ভগবান।
মাশুলটা দিতে হয় প্রতিদিন,
এবার কি দিতে হবে তাজা প্রাণ?

পথে বসে মানুষের ধর্না,
মিশে যায় মিছিলের উচ্ছ্বাস।
ঝরে পড়া রক্তের বিপ্লব,
সবটুকু মনে রাখে ইতিহাস।

খেলা আছে মেলা আছে,
আছে শাসকের চোখ রাঙানি।
যোগ্যরা রাস্তায় কোলাহলে,
আর শান্তির গান গায় আসামী।

মাইনেটা ওদেরই তো বেড়ে যায়,তবু
আরো চাই বলে কাঁদে মন্ত্রী।
খালি পেটে হাঁসি মুখে জনগণ,
মেনে নেয় শ্মশানের শান্তি!