আমার সময় বুঝি ফুরিয়ে এলো!
তাই সবই দেখি হাঁসি মুখে।
একরাশ কালো মেঘ জমেছে
মনের কেন্দ্রস্থলে।
মাঝে মাঝে জানিয়ে দিচ্ছে
অদ্ভুত কিছুর মাধ্যমে তার উপস্থিতি।
আমার সময় ফুরিয়ে এলো....!
ভীষণ জোরে বৃষ্টি নামবে এখনই।
বৃষ্টি!
নাহ বৃষ্টি নয়, সে হলো প্রত্যেক প্রেমিকের কান্না
আর ওইযে বৃষ্টির সাথে বাতাসের দ্বন্দ্বের যে শব্দ -
দুঃখিত প্রেমিকের গোঙানি তা ।
আর অহরহ বজ্রপাত বুঝিয়ে দেয়
বুক ফাটার যন্ত্রণা ঠিক কতটা তীব্রতর!
ঠিক বজ্রপাতের সাথেও তুলনাটা মানায় না।
বজ্রপাতের থেকেও যে জোরালো শোনায়
নিস্তব্ধ প্রেমিকের মনের আর্তনাদ।
আমার সময় ফুরিয়ে এলো!
সময়ও সময়ে সময়ে বিশ্রাম নেয়
এতদিন আমি বুঝিনি...
আজ বুঝলাম বেদনার আলিঙ্গনে।
কতদিন দরজা জানালা বন্ধ রয়েছে
ঠিক মনেও পড়ে না!
কিন্তু অসীম প্রতীক্ষা এক পাও নড়তে দেয়নি
মনের ভিতরের ওই তেপান্তরের মাঠ ছেড়ে।
কিজানি যদি....!!!!!
নাহ তা অবশ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তবুও শূন্য থেকে এক দুই তিন করে যতবার
আর্ত চিৎকারের সাথে স্নিগ্ধতার সখ্যতা হয়েছে ততবারই ....
একটি করে সূঁচ আঘাত হেনেছে পরতে পরতে ।
সহ্য করতে না পেরে একবার চিৎকার করে
ভগবানকে ডেকেছিলাম।
ভগবানও তাচ্ছিল্যের হাঁসি হেঁসে উপেক্ষা করেছিল।
তাই আর কাউকে কখনো ডাকা হয়নি
ডাকার সাহস পাইনি।
আমার সময় ফুরিয়ে এলো.......