অনেক দিন পর আবার তোমায় দেখলাম -
সবুজ শাড়িতে,লাল টিপে রূপসী বাংলা।
শহুরে ইঁটের খাঁজে বহুদিন আটকে আছি
অন্তরে অন্তরে বেজে চলেছে যুদ্ধের দামামা।
ইঁটের পাঁজরে জোর ধাক্কা দিয়েছি
শুধুই লেগেছে আঘাত ফিরে ফিরে।
নিস্তব্ধ হয়ে ইমারত দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে।
হে সময়,আমায় একবার নিয়ে চলো
আজ থেকে একশো বছর আগে।
ফিরে যেতে চাই সেই রূপসী বাংলায়,
যে গ্রাম সেজে ওঠে প্রতি সন্ধ্যায়
ধুপ ধুনো আর শাঁখে।
ফিরে যেতে চাই সেই মাটির পথে,
পুকুরের পাড়ে বসে দেখি মাছেদের খেলা।
আর চাই সেই মাটির সাথে স্মৃতির মেলা।
আজকের পৃথিবী আটকে দূষণের বেড়াজালে
তবু মাইকে মাইকে ওঠে রব উন্নয়নের।
চাইনা এসব কিছুই চাইনা,
অসুখ হয়েছে আমার মনের।
গাছের বদলে দাঁড়িয়ে আছে দেখি
ল্যাম্প পোস্টের সারি।
মাটির মন ভার,নেই সে আর উৎকর্ষা।
জোনাকির বদলে পেয়েছি কেবল
শুধুই আলোর বর্ষা।
এসবের মাঝে আজ পেয়েছি তোমার দেখা
রূপসী বাংলা।
গল্পে গল্পে শুনেছি তোমায়,তোমার রূপ দেখিনি।
গল্পঃ শুনেই তোমায় এঁকেছি ,ভেবেছি তোমায় অনেক।
আজকে তোমায় দেখেছি নিকটে
রূপসী বাংলা -সবুজ শাড়ী,লাল টিপে।