নদী,তোমার চলার পথের কে হবে সঙ্গী?
শুধুই কি বালি,পাথর আর টুঙ্গি?
নাকি আরো কিছু-
আরো কিছু আছে বাকি?
নদী,তোমার বুকের অজস্র ঢেউ,
বদ্ধ বলয়ে আটি।
তোমার বুকের মাঝে,
লুকানো আছে ধন।
কেউ বা জীবিকা করে,
কেউ বাচায় প্রান।
এ হেন রুপোলি মাছের খেলা,
সকাল হতে সন্ধ্যা।
আর মনের কোনে ফুটে ওঠা,
এক গোছা রজনীগন্ধা।
হায়!কেউ চাহে তোমায় বাচিবারে,
তোমার বুকেতে নোংরা ফেলে।
তবু সাফ কেহ নাহি করে।
আম্রা জানি তুমি সমুদ্র হতে আস,
কত কষ্ট সয়ে হয়েছ তুমি নদী।
তোমার জলকে কেন্দ্র করে,
মাপছে তোমার ভরি।
নদী তুমি যত আগায়েছ ভূদরে,
তীর বেধা তার লগি।
তাহার মাঝে ডুবিয়া গিয়াছে,
ছোট একখানা ডিঙ্গি।
তুফান তুলিয়া বহিয়া চলো,
নামটি তোমার নদী।
মাঝিরা সব প্রনাম জানায়,
প্রান ফিরে পায় যদি।
সহস্র কনিকা লইয়া তুমি,
চর বানিয়েছ কত!
কঠোর মনেতে বেদনা নিয়ে,
বানাতে এখনও রত।