কুয়াশাচ্ছ্ন্ন ভোরে সেদিন হাতছানি দিয়ে ডেকেছিলে আমায়,
যখন কাছে এলাম মোহিত হয়ে গেলাম।
দেখলাম;জবা ফুলের মতো লাল মুখ খানি,
শীতের সকালে চাদর পরেছো।
মাথায় তুলেছ নিজের ওড়না।
ভাবিনি আবার দেখা হবে কোনোদিন,
ভোরের সূরয এর মত উঠে যেতে।
জ্বালাতন কম করতে না যদিও।
ভোরের প্রারম্ভে পুষ্প ছড়িয়ে বলতে,
আজ আমাদের ফুলশয্যা ...
কিন্তু একনিমেষে সব কিছু ছারখার,
কি এমন হল আমাদের?
যে তোমাকে চলে যেতে হল!
ভাবিনি এমন হবে।
দুনিয়ার মানুষ পাল্টে যাবে,
সাগর,নদী সমস্ত কিছু,
কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা,
সারাজীবন রয়ে যাবে।
যাও অনেক কথা হল,
এখন অন্য কেউ তোমার স্বজন।
ছন্দহীন আজ আমি,
তুমি আমার প্রাক্তন।
ভালো থেকো তুমি।।