চির বঞ্চিত আমি চির দূঃখী,
হয়তো বা কখনো হবো নাকো সুখী।
স্ব্প্ন দেখেছিলাম সব,
কিন্তু তা হবে না বাস্তব।
ঝড়ের বুকে পড়ে তা যাবে দুমড়ে-মুচড়ে,
হয়ে যাবে সব শেষ।
যত হাসি-যত সুখ-যত শান্তি-সেটুকুও ভাগ্য নেবে কেড়ে।
করে দেবে আমাকে একেবারে নিঃস্ব।
পাইনি কখনো বসন্ত কিংবা শরতের দেখা,
এসেছে জীবনে বারে বারে গ্রীষ্ম আর বর্ষা।
তারাও নিয়েছে কেড়ে আমার সম্বলটুকু,
আমার স্ব্প্ন গেছে মরে।
বাস্তব করেছে আমাকে পরাজিত।
তবুও আমি দেখবো স্ব্প্ন আগের মতো।
দুচোখ ভরেই দেখবো এই স্নিগ্ধ-মায়াবি বিশ্ব।
চির বঞ্চিত আমি চির দূঃখী,
হয়তো বা কখনো হবো নাকি সুখী।।