আমি পাহাড় হতে পারিনি,
তাই তুমিও হওনি ইচ্ছে নদী।
আমার হৃদয়খানি ভীষণ শান্ত হতো,
নদী হতে তুমি যদি।
আজ ছন্দহীন হয়ে লিখতে চাই,
লিখতে চাই আমার মনের কথা।
কলম ভাঙে আমার প্রতি লেখায়,
দুচোখে ঝরে ব্যাথা।
আমি ভাবি তুমি হবে নদী,
বয়ে যাবে আমার হৃদয় হতে।
কিন্তু তুমি হলে,
তুমি হলে নীল আকাশের মেঘ।
হাওয়ার সাথে উঠলে মেতে।
আমি তবু পাহাড় হয়েই আছি,
তবু কঠিন হৃদয় নয়।
কতো বাতাস এলো,বৃষ্টি এলো -
মন তবু ইচ্ছে নদীরে চায়।
আমার হাসিমুখের আড়ালেতে,
ভাবছো তুমি কঠিন মোরে।
মিথ্যে হতো ভাবনা এমন,
দেখতে যদি হৃদয় ঘুরে।
আজ জীবনের প্রতি উদাসীন আমি,
আমি ভীষণ ছন্নছাড়া ।
আর্তনাদের কারণ আমার,
আমি ইচ্ছে নদী হারা।🙂