তুমি স্নিগ্ধতায় পরিপূর্ণ বলেই-
বারবার পরাজিত হতে আসি তোমার দুয়ারে।
তুমি নান্দনিকতায় ভরপুর বলেই-
হাজারো জনম ধরে তোমার সন্মুখে করজোড়ে।।
তুমি স্বপ্নের আঙ্গিনায় ঝলমল জোছনা বলেই-
রাত্রি আবাহন মিশে থাকে মোর সারাক্ষণের ধ্যানে।
তুমি জানা অজানা রাগ-রাগিনীর সুর বলেই-
তোমার মিশে থাকাটা স্বাভাবিক থাকে আমার গানে।।
তুমি মুগ্ধতার জাল বোনার কারিগর বলেই-
অবাক দৃষ্টিতে চেয়ে থাকা ও-দুটি চোখের পানে।
তুমি নয়নাভিরাম সৌন্দর্যের অধিষ্ঠাত্রী বলেই-
মোর কাননের ফুলগুলো কাঁদে তব করুণার সন্ধানে।।
তুমি সিদ্ধ হস্তে স্বপ্ন বুনতে জানো বলেই-
মিনতিভরা রজনীর আশে দুরন্ত ছুটে চলা আমার।
তুমি পলাশের আলতায় রঙিন হও বলেই-
যৌবনখানি করছে আজ ফাগুনের জন্য হাহাকার।।
তুমি স্বর্গের আভিজাত্য ধারণ করেছ বলেই-
নীরবে নিভৃতে কবিতায় আমি তোমাকে উপমা করি।
তুমি চাওয়া-পাওয়ার সর্বশেষ আশ্রয় বলেই-
তোমারি মন্দিরে তোমাকে খুঁজিতে সেজেছি পূজারী।।