তুমি বিধ্বস্ত হলেও আজকাল আমি বিচলিত হই না।
আমার নান্দনিকতার স্বীকৃতি কোনোদিন দাওনি তুমি,
মনের কোণে সঞ্চিত ব্যথা না চাইলেও দেয় যন্ত্রণা।।
তুমি কাঁদলেও আজকাল আমি মন খারাপ করি না।
আমার সাজানো স্বপ্নের অধিষ্ঠাত্রী হওনি কোনোদিন,
নিদারুণ দগ্ধতায় ছারখার করেছিলে মনের বাসনা।।
তুমি আঁধারে হোঁচট খেলেও কোনো দুঃখ নেই আমার।
আমার সৃজনশীল জাগরণ পদপিষ্ঠ করেছো চিরদিন,
অজানা পথে যেতে খুব বেশি তাড়াহুড়ো ছিল তোমার।।
তুমি কাঁটার আঘাতে রক্তাক্ত হলেও অনুতপ্ত নই আমি।
আমার প্রণয়ী আবেগগুলো নিয়ে খেলেছিলে দিবানিশি,
সগর্বে অগ্রাহ্য করেছিলে দুরন্ত যৌবনের হাতছানি।।
তুমি ঝড়ের কবলে পড়লেও আমি আসবো না বাঁচাতে।
আমার নয়ন জলে স্নান করে উল্লাস করেছিলে তুমি,
পাওয়ার বাহিরে গিয়ে বারংবার চেয়েছো কাঁদাতে।।
তুমি আজ বিভ্রান্ত হলেও ভুলতে চাই কি ভুল কি ঠিক।
আমার নেই কোনো চিৎকার, নেই কোনো হাহাকার,
সবকিছু ফেলে আজ আমি যুগসন্ধিক্ষণের পথিক।।