মায়াতে পড়িলাম প্রভু
মায়াতে মজিলাম,
আসবার কালে মায়াদেবীর
বাঁধনে জড়ালাম।
মায়াতে পড়িলাম প্রভু
মায়াতে জড়ালাম।।
এ মায়া এমন মায়া
ভোলা নাহি যায়,
এ বাঁধন এমন বাঁধন
টানে সর্বদায়।
মূলেতে ভুল করে আমি
বিপদে পড়িলাম।
প্রভু, মায়াতে মজিলাম।।
চোখের নেশা প্রাণে ঢুকে
বাঁধে লোহার ঘর,
পরকে আপন করে শুধু
আপন করে পর।
পথহারা পথিক আমি
নিজহারা হলাম।
প্রভু, মায়াতে মজিলাম।।