ঢেউয়ের তালে হৃদয় দোলে
মানে কি বারণ কোনো কিছু আর।
ফাগুনে রঙিন আজি এ লগন
এখনি সময় হারিয়ে যাবার।।
যে সুরে কোকিল ডাকিয়া মরে
মনোবীণা মোর সে রাগ ধরে,
কি জানি কি ভেবে প্রেমনদে আজ
ভাসিয়া মরে তরীটি আমার।।
যে কিশোরী হাঁটে বনপথ দিয়া
বাঁশরী কাঁদে তাহার লাগিয়া,
যে নিবেদনে বাঁধা থাকে প্রেম
সে আবেগে চলো হই একাকার।।