নির্বিচারে শিশু হত্যার ধুম লেগেছে এ বিশ্ব জগতে,
অসহায় মানবতা চেয়ে আছে আজ অবাক দৃষ্টিতে
সৃষ্টির শ্রেষ্ঠ জীব আবির্ভূত আজ সকলি ধ্বংসিতে।
বুঝি না অপরিণত প্রাণের কেন এই করুন পরিনতি,
বুঝতে খুব কষ্ট হচ্ছে আজ কি মিথ্যে আর কি সত্যি
সম্পূর্ণ বন্ধ আজ শৈশব-কৈশোর-বার্ধক্যের আরতি।
যারা আগামীর তারাইতো সকল সম্ভাবনার উৎস,
এ বিশ্ব ধন্য হতে উন্মুখ পেয়ে তাদের মধুর স্পর্শ
লেগেই আছে সবার মনে শুধুই আলাপচারিতার সংঘর্ষ।
শিশু ধ্বংসযজ্ঞের মঞ্চে ওরা দিচ্ছে উল্লাসের ধ্বনি,
ওদের সকল অনুভূতি হরনকারী আজ সেই শকুনি
নীরবতার কাছে বন্দি হয়ে কেঁদেই চলেছে ধরণী।
হে কবি সুকান্ত....
তোমার ছাড়পত্রে করেছিলে তুমি যে দৃঢ় অঙ্গীকার,
দেখে যাও, ধুঁকে ধুঁকে মরছে সে প্রতিশ্রুতি তোমার
বোধগম্য নয় এ নিধনযজ্ঞ জন্ম দিচ্ছে কোন সভ্যতার।