মাগো আর কতকাল দাঁড়ায়ে রহিবি
মহাকালের ঐ বুকের উপর।
আয় রে নেমে, মোদের কল্যাণে,
মনেতে ঢুকেছে ঐ ছয় চোর।।

হয়তো জানি না ডাকিতে তোকে
হয়তো জানি না ভজিতে তোকে,
হয়তো জানি না রাঙাতে মোরা-
তোর সাধনার আসন ঘর।
আয় রে নেমে, মোদের কল্যাণে,
মনেতে ঢুকেছে ঐ ছয় চোর।।

যা কিছু শুভ দিয়ে যা এসে
যা কিছু অশুভ কেঁড়ে নে এসে,
সংকটে পড়ে ডাকিগো তোরে-
তুই ছাড়া আজ সকলে পর।
আয় রে নেমে, মোদের কল্যাণে,
মনেতে ঢুকেছে ঐ ছয় চোর।।