তুমি অসুস্থ
তুমি মৃতপ্রায়
তুমি আঁধারের বাহক,
তুমি নিঃস্ব
তুমি রক্তাক্ত
তুমি বিকল যানের চালক।
তুমি ভীত
তুমি দ্বিধা-দ্বন্দ্ব যুক্ত
তুমি চরম মিথ্যার আশ্রয়,
তুমি বিবর্ণ
তুমি তিক্ত
তুমি নষ্টের এক আলয়।
তুমি দুর্বল
তুমি বিষাদ
তুমি পরাজিত একজন,
তুমি দুর্গন্ধময়
তুমি পরিত্যক্ত
তুমি ধ্বংসযজ্ঞে মারাত্মক জখম।
তুমি সুন্দর ও পবিত্র ছিলে জন্মের কালে।
একেবারে শেষ করে দিলো তোমাকে,
ওরা ছয়জনে মিলে।।