গাজা নিয়ে চলছে শুধু মিটিং, মিটিং, মিটিং।
কি মাথামুণ্ডু করছে সবাই কে জানে,
নেতানিয়াহু নামের হিংস্র প্রাণীটি করেই যাচ্ছে কিলিং।।

এমন অসভ্য প্রাণীটি মানব সভ্যতাকে করছে কলঙ্কিত।
শুধু নামে বেঁচে আছে জাতিসংঘ আর কোনকিছুই নেই,
এই বিশ্বের বাকী সকলেই আজ অনন্ত ঘুমে শায়িত।।

লাশের মাঝে হেঁটে জঘন্য প্রাণীটি উল্লাস করেই যাচ্ছে।
নির্মমতার এক জলন্ত উদাহরণ হয়ে সে বেঁচে আছে,
অনায়াসে সে হাসছে, খেলছে, ঘুরছে, খাচ্ছে, ঘুমাচ্ছে।।

আমরা নির্লজ্জ, আমরা বেহায়া,
আমরা ডানা ভাঙা কবুতর।
আমরা দেখছি সব, শুনছি সব,
অসহায়ত্ব আমাদের উপর করেছে ভর।।