বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা সাথে নিয়ে চলছে রথ।
ছয়জন মিলে গিলে খেলো এ রথের কাঠামো,
প্রতিনিয়ত রক্তক্ষরণে রঞ্জিত আজ স্বপ্নের পথ।।
অনেক শখের সাজানো রথ বহুকিছুর জ্বলন্ত সাক্ষী।
বিচ্ছিন্ন কিছু দূর্বলতা ঢুকে গেলো রথের রন্ধ্রে রন্ধ্রে,
পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওরা ছয়জন আজ এ রথের রক্ষী।।
এ রথের গন্তব্য কো্ন স্টেশনে তার কোন হিসেব নেই।
সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু আজ মূল্যহীন,
যা হবার হয়ে গেছে সেই ভুলে ভরা অতীতেই।।
মন যেদিকে চাই সেদিকে যাচ্ছে রথ প্রচন্ড গতিতে।
পরিচ্ছন্নতা ফেলে কর্দমাক্ত হয়েছে মনের হরষে,
পথের দুপাশে কেউ নেই তারে শক্ত করে বাঁধিতে।।
কর্মে লিপ্ত কর্মে আসক্ত কর্মে মজিয়া সকলি গেল।
কর্মযোগের মর্মবাণী কেবলি কানেতে ঢুকিল,
গভীরে পৌঁছার আগেই তার অকাল মৃত্যু ঘটিল।।
কে দেবে আমাকে সান্ত্বনা তাঁরে খুঁজে আজ মরি।
কে দেবে ছয়জনকে যুদ্ধে পরাজিত করার অস্ত্র,
কেউ জানলে সন্ধান দাও, আমি তাঁরে স্মরণ করি।।
,