কেউ কিছু দেখেনি,
কেউ কিছু শোনেনি।
কেউ কিছু জানতেও পারেনি,
অথবা,
জানলেও কেউ কিছু বলেনি।।

তুমি অনেক কিছুর সাক্ষী ত্রিলোকে।
তুমি অনেক কিছু ভুলতে দাওনা অনেককে,
তুমি পছন্দ কর কেবলি উপলক্ষ হয়ে থাকাকে।।

তুমি নারদ,
তুমি ঋষি,
তুমি আবেগহীন,
তুমি শৃঙ্খলার অতীত।
তুমি ত্রিকালদর্শী,
তুমি অনায়াসে ভ্রমিতে পারো সর্বত্র,
তুমি সত্য ছড়ানোর পথিকৃৎ।।

হে দেবর্ষি,
লহ প্রণাম,
দাও জ্ঞান,
শেখাও মোরে জগৎপতির ধ্যান,
আমি তোমার শরণাপন্ন হয়ে পেতে চাই পরিত্রান।।