জানিনা কি আশায় নিঃশব্দে পথচলা গহীন অন্ধকারে,
আলোয় ভরা যত উপাখ্যান আজ গুমরে কাঁদিয়া মরে।
বিসর্জনের পর আরো বিসর্জন-কত আর এ প্রাণে সয়,
দূর্লভ এ মানব জীবন কেবলি ব্যর্থতার চক্রে বন্দী রয়।
ঘুরিতে ঘুরিতে এ কাননে শুধু বিষ নিয়ে খেলা করি,
প্রার্থনাগুলোও ঠিকানাহীন হয়ে করে শুধু ঘোরাঘুরি।
চেনা জানা বুঝি কেউ নেই আজ এ বিশ্ব চরাচরে,
মায়ায় জড়িয়ে নিঃস্ব হই তবুও মায়াবিনী পুষি ঘরে।
নতুন করে জন্ম নেয় না ত্রিকালজয়ী কোনো অনুভূতি,
মানুষ হয়েও খুব বেশি অপরিচিত মানুষেরি রীতিনীতি।
স্মৃতি বয়ে বয়ে ক্লান্ত হয়ে হলো অনেক প্রাণের অবসান,
চাওয়া-পাওয়া আজ সবার উপরে নিয়েছে বাসস্থান।
নিজের প্রয়োজনগুলো নাহয় ধুলোর সাথে মিশে যাক্,
উৎকৃষ্ট স্বপ্ন জলাঞ্জলি দিয়ে জীবন সত্যিতে পূর্ণ থাক্।
আমি একা, আমি কারো নই, এ মন্ত্রে উদ্বুদ্ধ হোক প্রাণ,
ভিতর বাহির প্রাণ ভরে করুক পুরুষোত্তমের সন্ধান।