বাঁধিতে যে মায়া লাগে
সে মায়া বল পাবো কই।
বলরে তোরা কেমন করে
তার প্রেমানুরাগী হই।।
রণভূমে চালক হয়ে
তত্ত্ব-কথা যায় শোনায়ে
কেমনে পেল ধনঞ্জয়ে
জানলে বানাও সাধন মই।।
যে ডাকে যায় রন্ধনশালায়
মান বাঁচাতে ক্ষুধা মেটায়
যে ডাকে সে বস্ত্র জোগায়
চল্ সে ডাকে মজে রই।।