চরম অবনতি হয়েছে আজ বিশ্ব মানবতার।
দূর্লভ মনুষ্য জীবন ব্যর্থতার একেবারে দ্বারপ্রান্তে,
আপন শক্তিতে জয় হচ্ছে নিরবিচ্ছিন্ন নীরবতার।।
একগুচ্ছ নিন্দনীয় বর্বরতা আমরা দুচোখে দেখছি।
কেউ পারছে না এমনি জঘন্য কাজ বন্ধ করতে,
পাথরময় বিবেক সহ আমরাও রক্তের বন্যায় ভাসছি।।
নিরপরাধ শিশুগুলোর মৃত্যুর মিছিল দেখে চুপ সবাই।
মাথামুন্ডু বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় বিশ্ব বাসীর,
সহজে ভেবে নিতে হচ্ছে আমরা অপরকে শুধু কাঁদায়।।
দারুণ ব্যথা, দারুণ কষ্ট, দারুণ আজ সকল অপশক্তি।
দারুণ বিকৃত চিন্তা, দারুণ রক্তাক্ত পথের ধুলা আজ,
দারুণ লাগছে আজ দারুণ যত মুক্তিহীন অশুভ যুক্তি।।
নিবির্চারে শিশুহত্যা ছাড়া-
শক্তি প্রদশর্নের আর কোনো উপায় নেই মনে হয়,
নির্লজ্জতা আর বেহায়াপনা জয়ী সকলের নীরবতায়।।