এক পাগলের হলো ইচ্ছা
সাগরে অনন্ত শয্যা,
দেহধারী মন বেপারী
প্রকৃতি তার আলোকসজ্জা।
চিন্তামণি চিন্তা করে
দেখি মূলের ভেতরে
বুঝতে যদি চাওগো তারে
ছাড়ো ঘৃনা ভয় আর লজ্জা।।
পঞ্চ ভূতের সমারোহে
নিয়ম নীতির ধারা বহে
বসিয়া সে সকল দেহে
উড়ায় তাহার বিজয় ধ্বজা।।