আমার গর্ব, আমার অহংকার,
আমাকে স্বপ্ন দেখার দিয়েছে অধিকার।
আমার অস্তিত্বের জলন্ত প্রমান,
নাম তার মুজাফরাবাদ গ্রাম।

পরিচয় পর্বটুকু আগে একটু সারি,
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর নগরী।
পটিয়া থানার অন্তর্ভুক্ত এ গ্রামটি হয়,
সকলের প্রয়োজনে নিলাম ঠিকানার আশ্রয়।

জানা-অজানা বহু জ্ঞানী-গুণীজনের সমারোহ,
চিরসবুজে ঘেরা এ যেন চির-বসন্তের আবহ।
শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি-তে চির সমুজ্জ্বল,
শৈশব-কৈশর-যৌবন আর বার্ধক্যের মিলনস্থল।

প্রকৃতির নিবেদনে ঘেরা প্রতিটি উৎসব পালিত হয়,
প্রতিটি বাড়ি কমপক্ষে একজন শিক্ষকে পূর্ণ রয়।
নয়নাভিরাম সৌন্দর্য দেখে যদি মন ভরাতে চাও,
অন্তত একবার হলেও এ গ্রামের মাটিতে হেঁটে যাও।

যে যেখানেই থাকো-মূল ভুলে গেলে হবে পথভ্রষ্ঠ,
সময় পাবে না আর ঘুচাতে মনের লুকানো কষ্ট।
মুজাফরাবাদ মুখরিত থাকুক সদা আনন্দটুকু নিয়ে,
এসো সকলে মিলে রাখি গ্রামটি সুন্দর করে সাজিয়ে।