চট্টগ্রামের সদরঘাটে-
রয়েছে এক মায়ের ঘর।
আসলে পাবি মায়ের আদর,
তার কাছে কেউ রয় না পর।।

প্রতিদিনের সন্ধ্যারতি
দেখলে জাগে প্রাণে ভক্তি,
চলে যাবে রিপু ভীতি
পড়লে মায়ের সুনজর।।

কালো বর্ণে মহেশ্বরী
চালায় আপন আলোর তরী,
আয়রে ত্বরা চরণ ধরি
লুকায় সে আলোর ভেতর।।

মায়ের সন্মুখে এসে
করজোড়ে থা্ক না বসে,
মায়ের ভাবে যা রে মিশে
বলি হবে ছয় চোর।।