মুখের বাণীগুলো কেবলি কিছু কথা নয় শুধু।
হৃদয়ের গভীরে লাগে মত বলতে যদি হয়
যাহা লিপিবদ্ধ তাহা অন্তরে ধারণ করতে হয়,
তবেই কথার ছলে মুখ থেকে ঝড়ে পড়ে মধু।।

এমনিতে কোন কিছু হয় না এ বিশ্ব চরাচরে।
একবার সাধনার বলে যদি কোন বৃক্ষ উঠে
ইহকাল পরকালে তার ফল অবশ্যই জুটে,
এমন কোন ঝড় নেই ঐ বৃক্ষখানি ভাঙতে পারে।।

এমন এক গুণী মানুষ এই চট্টগ্রামে লভিনু জনম।
যার কন্ঠে আলোকিত গীতা নামক এক সম্বল
যাহা এ কলিযুগে সনাতনের শেষ আশ্রয়স্থল,
মুক্তির বাণী ছড়ানোই তাঁর জীবনের সাধন ভজন।।

আজ বলছি সবার প্রিয় শ্রী প্রদর্শন দেবনাথের কথা।
গীতা সুধাকর নামে অভিহিত হন যিনি
অনবদ্য গীতা পাঠে যার তুলনা শুধুই তিনি,
তাঁর সুমধুর পরিবেশনায় দূরীভূত হয় মনের ব্যাথা।।

ধন্য পিতা মাতা এমন গুণীজনের জন্ম যাঁরা দিলো।
তত্ত্ব কথা প্রকাশ করা এত সহজ নয়
ব্রহ্মজ্ঞানী বলেই এত ভাবের উদয়,
এমন সজ্জনের গুণকীর্তনে আজ আমার লেখনী সাজিলো।।