মাগো দাও না চরণে স্থান,
কর দুংখেরি অবসান।
আমি জানি না কিছু, বুঝি না কিছু,
মাগো করাও শুচিস্নান।।

বলেছি তোমায় কত শতবার
ঘুচাতে মনের সকল আঁধার
ভুল করি যদি দোষ নাই মোর,
ভেবে নিব সেও তোমারি দান।
মাগো করাও শুচিস্নান।।

আসা-যাওয়ার এই নিঠুর খেলা
এ তো শুধু মাগো তব অবহেলা
যেথা নাই মাগো বেলা আর অবেলা,
সেথা নিয়ে চলো জপি তব নাম।
মাগো করাও শুচিস্নান।।