আমি কোনো অতিথি নই জলসা ঘরে।
শোনাতে এসেছি আজি প্রণয়ী কথা,
পার যদি বেঁধে রেখো যতন করে ।।
সকলি তোমাদের আজি মোর কিছু নাই
কামনা-বাসনা দিয়ে আমি রজনী সাজায়।
যদি চাও প্রাণ ভরাতে, এসো গো মোর প্রাণের সাথে,
পার যদি নিবেদ প্রেম আঁচল ধরে ।।
কেবা কার এ জগতে বোঝা বড় দায়,
আর কি পাবে গো ফিরে.........
এমন মাধবী লগন যদি বয়ে যায়।
নিশি জাগা পাখি আমি কাফি রাগে গাই
দিতে শিখেছি গো শুধু নিতে ভুলে যায়।
যদি কিছু দিতে আসো, পাওয়ার বাহিরে এসো,
পার যদি জ্বালো শিখা আপন ঘরে ।।